পশ্চিমের নৈশ্য অস্তাচলে আলো যেন
কালো চাদড়ে ঢাকে পৃথিবীর মুখে-
বেদনা  কেমন সংকুচিত নিবিড় নীরবে –
আত্মপ্রকাশ আর্তনাদ করে দুখে ।
মেলোড্রামাটিক অনুভূতি শিল্পীর –
অভিনয় প্রস্ফুটিত হয় নিপুণ চারুকলায় !
অন্তরের আনন্দ শোক গুলো সকলের  
সম্মুখে ছু-মন্ত্র  দিয়ে লুকায় ।
ঝলমলে আলোয় প্রতিভা চিকমিক করে
অন্তরালে ও অভিনেত্রী করে রাখে !
কত আত্মত্যগে , জীবনের মহা মঞ্চে –  
রঙিলারা বাহারি রং মাখে ।  
সমুদ্রের আঁচলে আনা ঝিনুকের সন্ধান-
জনপ্রিাতায় শুধু কি চলে?    
পড়ে থাকে পাড়ে অনেক মুসাফির একাকী –
সাফল্য সহজে কি মেলে ?
ভবিস্যবানির নির্ধারণে ছায়াছবিতে –
গল্পের রাজা নড়ে চড়ে –
একদিন দিনান্তে পর্ব শেষ হতেই !
সিনেমা সমাপ্ত করে ।