পথের ধুলায় লুটায় কাঁদে -  
জীবনে ব্যতিক্রম কিছুর ফাঁদে ।
জর্জরিত যে; যার জ্বালায় !  
সবাই, ভিন্ন ভিন্ন ক্ষুধায় ।
মা এমন দেখেছি তাঁরে !
সন্তানের সাথ, যে ছাড়ে'।  
নিজের সুখের শখের আগে –
‘সংসার অপছন্দের ভাগে’ !
যে সন্তান মাতৃ স্নেহ হারা –
তারা লাঞ্ছিত সবার দ্বারা ।
‘মা’য়ের নেই কোনও সংজ্ঞা –
তাঁর করা হয় না অবজ্ঞা ।
দুর্ভাগা লালসায় যে জড়ায় –
সে ক্ষণিকের এ  ধরায় !
মূল্য দিতে অসামর্থ্য-তাঁর কৃপার--
অকপটে ই ভস্ম সেই ব্যবিচার !!