আমার অফুরন্ত সুখের কারণ যে তুমি,
আমার সীমাহীন দুঃখের কারণ সেই তুমি।
বলেছিলে নিজেকে বদলে নিবে,
কিন্তু আজও বদলাওনি তুমি।
যখন ছিলে না তুমি, খানিক কষ্টেই মরে যেতে ইচ্ছে করত,
কিন্তু এখন শত কষ্টের মাঝেও তোমাকে নিয়েই বেঁচে থাকি।
তোমার দেয়া অফুরন্ত সুখে নিজেকে ভীষণ সুখি মনে হয়,
সেই তোমারই দীর্ঘ অ-সাফল্যে সীমাহীন দুঃখ ভাসিয়ে নেয়।
কষ্টগুলো কি তবে শুধুই আমার,
নেওয়ার সময় কি হয়নি আজও তোমার?
তোমার দেয়া প্রতিশ্রুতি’র জলাঞ্জলি তে
ভেতরের আমিটা দিনকে দিন মরে যাচ্ছি একটু একটু করে,
পাহাড়সম যে ভার বুকের মাঝে ক্ষত তৈরি করেছে
তা কি রোগ নিরাময় হেতু ঔষধাদিতে উঠতে পারে সেড়ে?
আমার অফুরন্ত সুখের কারণ যে তুমি,
আমার সীমাহীন দুঃখের কারণ সেই তুমি।