জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র
যেখানে চোখ ঝলসানো আলোকচ্ছটা,
আলোর পূর্ণতায় জন্ম নেয় মরীচিকা
জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র।  


দুরাশা'র বালুচরে যে ঘর আমার
সে ঘর ভেঙেছে যারা, তারাই হয়েছে পর,
কে আপন কে পর আজ সব ঘোলাটে
নিরাশার কবিতা লিখি কাগজের মলাটে,
জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র।


রক্তিম সূর্যের মত আলোকিত যে
বৃষ্টির খেলা ম্লান করতে পারে না তাঁকে,
নীলাভ ব্যথিত এই দু’চোখে নক্ষত্রের মায়া
ফ্ল্যাশ লাইটের বাইরে সবই আধো ছায়া,
জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র।


জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র
অন্ধ রাতে ঘন জঙ্গলে ভয়ার্ত ডাক গুলো যেমন,
ফ্ল্যাশ লাইটের বাইরে ভেতরের আমিটা তেমন
জীবন একটা ফ্ল্যাশ লাইট মাত্র।