আমি আগের সেই আমিকে আজ ফিরে পেতে চাই
আগের সেই মুক্ত বিহঙ্গের মত আকাশে উড়তে চাই
আগের মত নির্মল হাসি হাসতে চাই
আমি আগের সেই আমিকে আজ ফিরে পেতে চাই।


আমি আগের সেই তারুণ্যকে আজ ফিরে পেতে চাই
আগের সেই মন জানালা খুলে দিতে চাই
আগের সেই একাকিত্বকে অনুভব করতে চাই
আমি আগের সেই আমিকে আজ ফিরে পেতে চাই।


আমি আগের সেই কঠোর মনের অধিকারী হতে চাই
আগের মত প্রতিটা নির্ঘুম রাতে লিখে যেতে চাই
আগের সেই হাহাকারে ভরা কলিজা চেরা কাঁদতে চাই
আমি আগের সেই আমিকে আজ ফিরে পেতে চাই।


আমি আগের সেই অপেক্ষার প্রহর গুনে যেতে চাই
আগের মত শুধু অপেক্ষা আর অপেক্ষায় থাকতে চাই
আগের মত মানুষকে শুধু অবিশ্বাস করতে চাই
আমি আগের সেই আমিকে আজ ফিরে পেতে চাই।
৩/৮/২০১৪ইং