যত রাত বাড়ছে ততই ভয় বাড়ছে।
জীবনে প্রথম একা শূণ্য ঘরে আমি।
তাও ঠিক জন্মদিনের প্রথম প্রহরের রাতটিতে।
পিঁপরের ভয়, তেলাপোকার ভয়,
টিকটিকির ভয়, পোকামাকড়ের ভয়,
অজানা অচেনা দুর্বৃত্তের হাতে ধর্ষিত হবার ভয়,
অন্ধকারের ভয়, কুকুরের ভয়, বিড়ালের ভয়
শকুনের ভয়, শিয়ালের ভয়, পিশাচের ভয়,
সর্বোপরি ভূতের ভয়!
নিস্তব্ধ এ রাতের চারিদিকে শুধু ভয় আর ভয়।
এমন ভয়ের রাতে ঈশ্বর কত দূরে?