রাতের নিস্তব্ধতা আমায় নিজেকে চিনতে শেখায়
সময়ের নিঃসঙ্গতাকে স্মৃতির পাতায় ভেসে বেড়াতে দেখায়
প্রতীক্ষার সেই প্রতিটি মুহুর্তের বাসনা মনে করিয়ে দেয়।


রাতের নিস্তব্ধতা আমায় কুড়ে কুড়ে খায়
যে শূণ্যতা বয়ে নিয়েছি আমি কৈশোরের প্রথম বেলায়
যে ধৃষ্টতা করেছিলাম সমাজকে করতে জয়।


রাতের নিস্তব্ধতা আমায় পেছনে ভাবায়
কত সুন্দর ফেলে এসেছি যা আজ অন্যের আঙ্গিনায়
পায়ে পড়ে, হাত জোড়ে অশ্রু নয়নে কত কাকুতি আমায়
তবু নিরুপায় নির্বিকার আমি শুধু বড় হবো বিধায়।


রাতের নিস্তব্ধতা আমায় আজ বড় কাঁদায়
ভালবাসা ত্যাগিছিলাম পৃথিবী জয়ের নেশায়
আজ ওরা দিল দেখিয়ে নিঃস্ব এই আমায়
কত সুন্দর প্রেমময় সব শুধু ওদেরই হেথায়।