আমি যখন লাশ হবো
লাশ থিকা যাবো কফিনে
কফিন থিকা যাবো কবরে।
কবর থিকা যাওয়ার কোন পথ নেই।


আমারও ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।


তুমি হাউ মাউ করে কেঁদে উঠবে
গোঙানি দিয়ে হু হু করে কেঁদে উঠবে।
আমি স্পষ্ট শুনতে পাবো
আমি পরিষ্কার সব দেখতে পাবো।


আমার ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।


অভিশাপ দিও না সেদিন
যেদিন না বলেই চলে যাবো।
দোয়া করিও দু হাত তুলে
চিৎকার করিয়া বলিও,
সুখী হও তুমি! সুখী হও।
হাত নেড়ে বিদায় দিও
কপালে চুমু দিও।


আমার ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।


দূর থিকা দেখিবে
আমায় মোড়ানো  
কফিনের কাফন।  
আমার দাফন।
তুমি বারবার ছুটে আসবে,
কেহ একজন পিছন থিকা;
তোমাকে টেনে হেচড়ে নিয়ে যাবে।
সবাইকে ছিটকে ফেলে
আবার কফিনে মাথা রাখবে।
আমাকে আটকানোর বৃথা চেষ্টা করবে।


আমার ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।


আমাকে ভেবে ভেবে
তোমার সকাল, বিকেল,
রাত গড়িয়ে যাবে।
থমকে যাবে তোমার পুরো পৃথিবী।
ঝরে পড়বে তোমার,
হাজার হাজার ফোটা অশ্রু।
ছটপট করবে বিছানায়।


আমার ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।


তোমার দেহে ,মনে ,প্রাণে
আমাকে মিশিয়ে-
উন্মাদ হয়ে যাবে।
কবর থিকা সব দেখতে পাবো
আমি এক বেইমান।
তোমায় রেখে  
অন্ধকার কবরে শুয়ে থাকবো,
চরমঘৃনা দিও আমায়;
বিষণ ঘৃনা দিও আমায়।


আমার ফিরে আসার কোন রাস্তা নেই।
আমার ফিরে আসার কোন রাস্তা নেই।