ঘুমেরপরী ঘুম পাগলী তুমি ছাদের কার্নিসে বসে
খোলা বাতাস গায়ে মাখতে এসো,
বেলকনি থেকে রাতের শহর, ঘোমট আকাশ;
রাতের কালো রং টা না হয় একদিন গায়ে ঘেঁষো।


আমাকে মিস করিও ভীষণভাবে অনুভবে
হাতে নিও এককাপ চা/ কফি কিংবা সিগারেট
ধুয়ো তুলে চুমুকে চুমুকে বার্তা দিও আমায়
খুলে রাখিও তোমার হৃদয়ের সমস্ত গেট।


রাতে সঙ্গে আমি কিংবা প্রিয় মানুষ না থাকলে-
উদাস উদাস লাগবে যখন
মানুষ থাকুক বা নাহ্ থাকুক
হেডফোন লাগিয়ে গান শুনিও
আর আমাকে ডাকিও মনে মনে
একলা লাগলে ভীষণ।


বেলকুনি থেকে পূর্ণিমার চাঁদের মৃদু জ্যোৎস্নায়
দেখবো আমি তোমার নিস্তব্ধ শহর
পূর্ণিমা রাতে, রাত ২ টা বাজে বাজুক
তোমায় ভেবে ভেবে কাটিয়ে দেবো হাজার প্রহর।


উঁচুতে দাঁড়িয়ে যদি আলো দেখতে ইচ্ছে না করে
ইচ্ছে করিও একা একা অন্ধকার আকাশ দেখতে,
একদম আঁধার কালো আকাশ বিদখুটে অন্ধকারে;
তখন মনে হবে পৃথিবীতে তোমারও কিছু না কিছু আছে।


ঐ দূরের আকাশটার সত্যিকারের কেউ নাই
আকাশটা তোমার আমার মতো ভীষণ একা,
জ্যোৎস্না রাতে তুমি আমি না হয়;
আকাশের নিচে করি দেখা।