সারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে
খোলা আকাশের নীচে ছাদের কার্নিশের
রেলিং-এ ভর দিয়ে সে এসে দাঁড়ালো;
এলোমেলো কিছু বাতাস তাকে সঙ্গ দিল।
ফুসফুসে কিছু টাটকা খাবার চালান দিয়ে
রসিদের জন্য কর্মরত চাঁদের দিকে
তাকিয়ে অপেক্ষা করতে থাকলো।


আজ সারাদিন তার এতটুকুও বিশ্রাম মেলেনি।
অসুস্থ স্ত্রীর পরিচর্যায়,ছোট্ট শিশুটির দেখাশোনায়,
কোথায় কোনদিক দিয়ে কেটে গেছে
কর্মব্যস্তময় দিনটি-
সে বুঝতেই পারেনি!
অবশেষে-
রুগ্ন স্ত্রীকে দিনের শেষ ওষুধটি খাইয়ে,
ছোট্ট শিশুটিকে ঘুম পাড়িয়ে
সে এসে দাঁড়ালো…..


মুখের সিগারেট থেকে একরাশ ধোঁয়া
বাতাসকে ধরতে দিয়ে সে শরীরকে রেলিং-এর
উপর ছেড়ে দিল;
উড়ে যাওয়া ধোঁয়ার সঙ্গে সারাদিনের ক্লান্তি
নিমেষে মিলিয়ে গেল।


প্রস্তুত হলো সে আগামী দিনের জন্য….