পলিথিন মোড়া রাস্তায়,
আস্তাকুড়ের ঘাম,
নিরোধে জমানো আবেগ,
কে দেয় তার দাম ?


শেষ রাস্তায় ট্রামলাইন জোড়ে,
রাতের আধারে হায়নার দল,
একটা মিটার থার্ম বা ব্যারো-
জ্বর টা কে আজ মাপছে বল?


ধূসর দস্তাবেজ ঢাকা,
ব্যাট-বলের স্কোরটা-
নাইবা মাপালে নাইবা দেখালে,
মিটারের ঐ গ্যাপটা !!


কভু টিপটাপ..!
বসন্ত বিলাপ..!
বিরহের গান গাই..!
জীর্ণ মলাট..!
পথ বিভ্রাট..!
খেয়া পারাবার নাই।


পরশ ছুঁয়েছে গগন আঁধারে-
শান্তি সেদিন, নিশীথেন ভোরে-
অবাক নয়নে ছেঁড়া তার জুড়ে-
বিষ্ময় ঐ ঘ্রাণে...!
লেখা আছে তবে কল্পনাহীন-
কভু টিপটাপ কভু  বেরঙিন-
বেড়াজাল জুড়ি মেলা সীমাহীন-
আমার অমোঘ প্রাণে..!


যদি ট্রামলাইন-
হয় বেলাইন-
ফিরবে কালের বেলায়..!
বারি টিপটাপ-
সময় আলাপ-
স্বপ্নরা আকাশে মিলায়..!


তবু চেয়ে থাকি-
বিষ্ময় বাকি-
যদি পারাবার পাই..!
শেষ সীমাহীন-
হাসি অমলিন-
খেয়া র তরী নাই..!