নারী তুমি মাতৃরূপে,তুমিই আবার প্রেমিকা বেশে,
কখনো তুমি অস্ত্র তোলো,কখনো আবার ভালোবেশে।
নারী তুমি সাম্যবাদী,তুমি ই আবার স্নেহের বশে,
পূজ্য তুমি দেবীর রূপে,কখনো আবার প্রেমের চ্ছ্বাশে।


তুমি ই আবার গর্ভে ধরে, লালন করো আপন যারে!
সেই আপনে বিঁধোয় ছুড়ি, যখন তুমি বয়স ভারে!
নারী তুমি আপনা টানে,কেন উত্তর দাওনা তারে?
বুঝিয়ে দিও, তুমি ই পারো, অগ্নিসম অস্ত্র ধরে।


নারী তুমি কমলা হয়ে,আগলে রাখো আপন কোলে,
সেই আপনে কাড়ে সম্মান, হঠাৎ মনে নষ্টা বলে!
এ তুমি কেমন নারী,সবটুকু দাও নিরুপায় হলে?
বুঝিয়ে দিও, তুমিই পারো, চন্ডী রূপে খড়গ তুলে।


নারী তুমি জগৎমাতা,তুমিই আবার প্রেমিকা সুরে,
কখনো তুমি অস্ত্র ধরো,কখনো আবার হৃদমাঝারে,
নারী তুমি অপরাজিতা, শিশির ভেজা ভোরের ঘাসে,
রইবে তুমি অপার রূপে, ঐ মুখ যেন নিত্য হাসে।।