মজদুর আমি ঐ কয়লা খনির...
বেয়নেট বই, কুড়ুল ও চালাই একমনে!
বাবু দশ টাকা দেন জঠর তাগিদে,
আট টাকা বাঁচাই আমি দুই টাকার খাই,
অভুক্ত রয়ে যাই দিন প্রতিদিন!
ছেলেটা-মেয়েটা বসে আছে আমার মুখ চেয়ে।
মজদুর আমি ঐ কয়লা খনির.....
শরীরটাও আজ ভেঙে পড়ছে!
কুড়ুলটা হয়তো আর পারবো না চালাতে....
বাবু আর দেবে না কো মাস শেষে মাহিনে!
ছেলেটার স্কুলেও বেতন ভরা হয়নি !
মেয়েটার বিয়েটাও হবে না আর হয়তো!
মজদুর আমি এই কয়লা খনির!
মৃত্যুটাও হয়তো খুব আর দেরি নেই,
হাজারো চিন্তায় মাথা খান ধরেছে....
সব শেষে বিষ কিনে খাব আমি ভেবেছি..
মজদুর আমি এই কয়লা খনির!
হাঁপানি র টানটাও ওষুধে আর সাড়ে না;
ডাক্তারে বলেছে কুড়ুলটা ছেড়ে দিতে,
খনির ধূলোটাও গায়ে মাখা যাবে না....
মজদুর আমি এই কয়লা খনির!
সবশেষে চিন্তায় ভিক্ষার ঝুলি টাও ধরেছি,
ছেলেটাও আজ থেকে খনির পথ বেছেচে...
মেয়েটার বিয়েটাও হয়নিকো এখনো ও!
দেয় নি কো কেউ টাকা খেতে যখন পাইনি;
তারপর বউ টাও অকালেই গিয়েছে!
মজদুর আমি ঐ কয়লা খনির!
সবশেষে চিন্তায় বিষ খাবো ভেবেছি...
বিষটাও কিনবার টাকা নেই একটাও!
ভাগ্যের দেবতাকেও কত গাল দিয়েছি....
তুলে কেন নিল নাকো এই ভেবে মনটায়!
মজদুর আমি ঐ কয়লা খনির।।