ঐ দিপ্ত মোমের তপ্ত শিখায়,
হ্যারিকেনের আলোর ছটায়,
বিন্দু আলোর মিলন।
ভাঙা গিটারের তারের টানে,
একলা সুরে আকাশ পানে,
নিলাভ আলোর কিরণ।


সকল রবির নতুন আলোয়,
ভোরের গানে মাতল যে ঐ,
শিশির ভেজা ঘাসে।
কোকিল র ঐ কুহু স্বরে,
ভোরের আলো ফুটলে পরে,
আপন মনে হাসে।


ঐ দিপ্ত মোমের তপ্ত শিখায়,
আপনারে আপনে চেনায়;
ভোরের আলোর টানে?
ভাঙা গিটারের আপন সুরে,
ছন্দ বাজে নতুন করে,
ভোরের আকাশ পানে।।