ফুটল চাঁদ
গোলাকার ধবল
বড় প্রমাদ।



এইই ভালো
দূর থেকেই জ্বালাও
গর্হিত আলো

অন্তরে বোঝা
তাকাতে পারিনি তাই
দিলে সাজা

প্রত্যাশা বেশি
দেবে আমায় বল
মরমী বাঁশি?

সঞ্চয় কম
খরচ বেশি হলে
ফুরায় দম।

ব্যাঙাচি খেলে
প্রথম বর্ষাজলে
বর্ষাতি ফেলে

দিতে গেলাম
নিলে না কিছু তবু
নিঃস্ব হলাম

দেখলে না তো
কাঁচকাটা হীরের
জোৎস্না  এত

মৃত্যুর ছবি
আঁকে তারার শবে
ইরানী কবি
১০
যে আয়নাতে
মুখ দেখতে চাই
শুধু দিনান্তে