ঘর ঘর গল্প নেই আর ,যুদ্ধের মহড়া কেবল

পরবর্তীতে আর কত জটিল হবে জীবন?

ভাবনার জতুগৃহ পুড়ছে তো পুড়ছেই
মহাকাব্যের যুগ থেকে

শীতাতপ আশ্রয়ে থেকেই ঘামছ কুলকুল

সন্তানের বাসযোগ্য পৃথিবী
রেখে যেতে পারো কি না
ভাবছি আমি ...
ভাবছ কি তুমিও?