সভ্যতার শেষ কবে?
নিরীহ নেই কেউ,সবাই সবাইকে হত্যা করার কথা ভাবছে
উপায়ান্তর না দেখে ঈশ্বরও সৃষ্টিতত্ত্ব আওড়াচ্ছেন


একদিন মানুষই মানুষের জন্য ঘর বাঁধত, বীজ বুনত
ফুটিয়ে তুলত রাশি রাশি কুমুদ-কহ্লার
জীবনের প্রয়োজনেই এসেছিল বেড়া , বাঁধ ও শ্রেণীর শৃঙ্খল
মনে হয় সব ভুল ছিল


ধ্বংস আসার হলে
নির্মাতাও স্বয়ং নিঃস্ব হন নির্মাণের কাছে।