শেফালীর নদীতে  জেগে আছে কুমিরের পিঠের মত  
                                      নুড়ির বন,
টঙ ঘরে ইনফ্রায়েড বিকেল...
সন্ধ্যার গোয়াল থেকে ডেকে উঠছে
বাছুরের মায়ের গলার ঘুঙুর।


যাদের অন্য দেশ যাবার নেই, তারাই
    ঘরের খোঁজে থাকে নিবিড় পাতা-ছাওয়া
হাওয়াকলের পায়ে বেড়ি নেই,  
তবু
সহজাত গন্ডী ছাড়িয়ে যাওয়ার অধিকার রাখে নি
ভিন-রঙা শহর প্রান্তের।


ঘরামি ঘর ছেয়ে গেলেও বহুগামিদোষে দুষ্ট মন পড়ে থাকে
অন্য ঘরের খোঁজে
-----------------------------------