ইচ্ছে হয় ভেঙে ফেলি-
সমস্ত পরিভাষা
ট্যাবু ও টোটেম


ছুৎ মার্গের গলি ছেড়ে ছুটে যাই রাজপথে রঙিন  মানুষের কোলাজে ...
মদ-গাঁজার গন্ধ, বিচ্ছিরি


নিয়ন ঘাসে
ভাঙা মদ্যপের  সোরাহি
টুকরো টুকরো বিলাপ, মনোবেদনা


প্রতিটি মুহুর্ত্ত যেন পলাতক প্রজাপতি!
প্রার্থনা ও ঈশ্বরের মধ্যে
কে কাকে কতটা নিঃস্ব করে গেল জানে শুধু
                             রাতের সরাইখানা।



টোটেম*-কুলচিহ্ন
সোরাহি *-সুরা ঢালার পাত্র