একটুও না ভেঙে ভেঙে স্পর্শস্বর...
একটুও না ভেঙে আঘাতে আঘাতে বুদ্ধি ও বিবেক জাগ্রত করা


মাথার মধ্যে একে একে ভেঙে যেতে থাকে রাস্তাঘাট, মানুষজন, বাড়িঘর
কিয়দংশ
নগরপালিকা স্মৃতিসৌধ, সবুজ ময়দানে
প্রিজম ভেঙে সূর্যালোক পালায় যেমন
তোমার প্রবাহে
তোমাকে ছুঁতে গিয়ে নিজেকে ভেঙে ফেলি
শেষমেশ


........................