চোখের জলে বাঁধ মানে না
                     বুক ভেঙ্গে যায় চিরে ।
মা-জননী আসবে কি আর
                   আমার বুকে ফিরে ।


মায়ের কথা পড়লে মনে
                 তিমির আসে ঘিরে ।
দু'চোখ বেয়ে ঝর্ণা ঝরে
                 ভাঙ্গা তটিনীর তীরে ।


কেউ ছিলনা কাছে সেদিন
                  ছিল শুধু মা..
সেই মায়েরে ভুলে আমি
                     থাকতে পারি না ।


জীবন যেন বন্দী আমার
                       দুঃখের কারাগারে ।
মায়ের বিয়োগ ব্যাথায় আমি
                    জ্বলছি তিলে-তিলে ।


যুগ-যুগ ধরে থাকতে পারি
                       সব কিছুকে ভুলে ।
মা কে ছাড়া থাকতে পারিনি
                      একলা একা নীড়ে ।


ঐ সোনা মুখ না দেখিলে
                    কেমনে থাকি ভবে ।
মা-জননী আসবে কি আর
                   আমার বুকে ফিরে ।


নিত্য কাপড় পরে যে দিন
                    আসলো ঘরে মা ।
কী সন্তোষ তাহার মনে
                    অন্যে জানে না ।


বিছানাতে থাকতো শুয়ে
                        রাত হত গভীর ।
ঘুম আসে না মায়ের চোখে
                     নিরব-নিথর নীড় ।


   ২৯/০৮/২০১৫
ফরক্কাবাদ,চাঁদপুর


আমার প্রিয় কবিগন ও এডমিন মহোদয় ,
আমার এই কবিতা সিডি প্রকাশের উপযোগী ?
উত্তর দিবেন ।