এ গাঁয়ে আমি  আসিনি কখনো
যদিও শহরের খুব কাছে,
দূর থেকে দেখেছি কতদিন
পিচ কালো রাস্তায় যাতায়াতে

এখানে মাঠের শেষে শূন্য শ্মশান এক
ভাঙ্গা কলসি পুরানো হাড় ছেঁড়া কাঁথাকানি
এখানে বটের ছায়ায় ঘেরা টলটলে দিঘি এক
যার কথা কখনো শুনিনি   ।

নিঝুম জলপরী দের ঠিকানা  লেখা জল,  টলমল টলমল
  কি সুন্দর পরীদের দল খেলে বেড়ায় সেখানে
দেখি আমার কবিতা যত  তাদের সুচারু খোঁপায়  
ফুল হয়ে ফুটে আছে,

নিরুদ্দেশের ঠিকানা লেখা চিঠি
তারা দুহাত ভরে দিতে চায় আমাকে  
দুহাত  অক্টোপাসে বাঁধা আমার
শহরের কঠিন পিছুডাকে  

আমার বিকেল ফুরিয়ে আসে এবার
লজ্জায় লাল সূর্য মুখ লুকিয়ে ফেলে
দিগন্তের পারে  জেগে আছে শুধু নিয়নের আলো
যেখানে আমাকে ফিরতে হবে,  পরীদের ডাক ছেড়ে

নিরুদ্দেশের ঠিকানা লেখা চিঠি রইল সুন্দর পরীদের হাতে
আমাকে পালিয়ে আসতে হয় ,আমার পুরাতন জীর্ণ পৃথিবীতে।

                ------- শ্রীতরুণ (৩/৬/২০১৫)