যদি জানতাম আসবে তুমি আজ বিকেলের ডাকে
সব কিছু ছড়িয়ে রাখতাম,  গোছাতাম না কিছুই  
জানালায় রাখতাম পাপোষ টাঙ্গিয়ে বালিশ পালঙ্কের নীচে,
বইগুলো ছড়িয়ে দিতাম রান্না ঘরের তাকে,
চায়ের ডাব্বা জুতোর র‍্যাকে  
জুতো টি টেবিলে


মহা খাপ্পা হয়ে তুমি ভীষণ বকতে আমায়
ঘরে ঢুকেই গজব দেখে করতে বাড়ি মাথায়
ফ্রেস না হয়েই শাড়ির আঁচল কোমরে গুঁজে নিয়ে
একটি একটি করে সকলকে স্বস্থানে সাজাতে
একটি কোনে দাঁড়িয়ে আমি কাঁচুমাচু মুখে
যত দেখতে তত তোমার পারদ যেত চড়ে
তোমার সুশীল কেশ ছড়িয়ে পড়ত গালে উড়ে
ফর্সা গাল গনগনে   আরও রাগের লালে
ঘামের বন্যা বয়ে চলত  তোমার শরীর জুড়ে


গোছানো হলে সারা,  তুমি সটান সামনে আমার  
চোখে আগুন, মুখে হাসি , যেমন সন্ধ্যা তারার  
খামচে ধরে বুক , কিছুক্ষণ চুপ
সহসা উল্লাসিত আক্রোশে    
ঝাঁপাতাম দুজনে দুজনাতে    
তোমার ঘামের বৃষ্টিধারায় ভিজে যেতাম আমি
আমার সপ্তক নিঃশ্বাসের তাপে গলে যেতে তুমি


যদি জানতাম বেখবর হঠাৎ আসবে বিকেলে
সব সাজানো ছড়িয়ে দিয়ে থাকতাম প্রতীক্ষায়
এক দুরন্ত মধুর ঝড়ে  হারিয়ে যাবো বলে ।।


              -----(২১/৮/২০১৫)