লঙ্কাকাণ্ড থেমে গেছে কত সহস্র শতাব্দীর আগে,
শেষ হয়েছে কুরুক্ষেত্রের মহারন। শান্ত হয়েছে কলিঙ্গ, ঝিলমের তীর,
শান্তি নেমেছে পানিপথে, পলাশীর প্রান্তরে |  
তবু যুদ্ধ থেমেছে কি ?


কুরুক্ষেত্র ফুরিয়ে যায়, যুদ্ধক্ষেত্র ফুরায় না  | স্থান বদল করে মাত্র |
মহানায়কেরা মরে যায়, অমরত্ব কেড়ে নেয়  অত্যাচারী হিংসুকের দল |
যুগে যুগে বেঁচে ওঠে রাবণ, দুর্যোধন |  
জন্ম নেয় তৈমুর, চেঙ্গিস, মামুদ। জন্ম নেয় হিটলার, মুসোলিনি ...|  


যুদ্ধ ফুরায় না , অত্যাচার ফুরায় না , ধ্বংস চলতেই থাকে,  
অসহায় সীতা কাঁদে, অত্যাচারিতা দ্রৌপদীরা কাঁদে  
কাঁদে স্বামীহারা, সন্তানহারা, গৃহহারা মানুষ মানুষী |
কাঁদে লক্ষ লক্ষ অসহায় .|
একটু আশ্রয়ের তরে, একটুকরো রুটির তরে, একটুখানি বাঁচার তরে
ঘুরে মরে দেশে দেশান্তরে | ঘুরে মরে সীমান্তের পারে |  
কাঁটাতারের কাছে ভিক্ষা চায় | জলে ডুবে মরে, তুষারপাতে ভিজতে থাকে বনজর প্রান্তরে |  
কারন কুরুক্ষেত্র ফুরিয়ে যায়, যুদ্ধক্ষেত্র ফুরায় না |
ফুরায় না ধর্ষিত ম্লান মুখের মিছিল …….

কারন - রাবণ মরে  গেছে , রামের দিনও  শেষ  
কিন্তু মরে নি  মারীচ, মরে নি  বিভীষণ |  
আসলে  অর্জুনেরা চিরতরে মরে  
কিন্তু শকুনির মৃত্যু নেই -  মরে না মীরজাফর।
বিশ্বাসের মৃত্যু হয়,  বিশ্বাসঘাতকের মৃত্যু নেই |
  
ষড়যন্ত্রীরা বেঁচে থাকে,   বেঁচে থাকে বহুরুপীর ছদ্মবেশে    
নব মতবাদের জাদুমন্ত্রে তারা জাগ্রত করে তুলে
নব নব দুঃশাসন, তৈমুর, রাবণদের  
আর,  বারে বারে পৃথিবী জ্বলে ওঠে |
দগ্ধ হয় কাশ্মীর,  প্যালেস্টাইন,  
ইরাক...আরও কত পুন্যভূমি |

অতঃপর মানুষ জাগবে কি ?
যদি না জাগে তবে……...?  


                -------(১২/৯/২০১৫)