বিদায়কথা শেষ হয় না , নদী ছুটতে শুরু করে
হুইসেল বাজিয়ে বাতাস পাল তুলে দেয়
শাপলা জড়ানো জলে ঘাই মারে
দাঁড়িকা মাছের ঝাঁক


বারন ছিল না কথা বলা
প্রতিক্ষণে সাড়া দিতে প্রস্তুত ছিল সেলফোন
চলমান আঙ্গুলের ফাঁকে গোঁজা ছিল না অভিমান
তবু
এত কথা বাকি রয়ে গেছে !
কার জন্য, কে জানে ?


তুমি !  ইলিয়েনা ! নদীর সাথে এত ভাব তোমার
চোরা স্রোত ধরে মাতামাতি তার
আমাকে জ্বালাতে ঘুরে চারধার
এসময়ে !


বিদায় অধরা হবে, কথা বাকি রয়ে যায় যদি
মাঝপথে চোরাবালি, মোহানা  না পেলে নদী ।
  
নিরুত্তাপ শব্দ সেঁকে নিতে  
হলুদ ডাইরি ছিঁড়ে জড় করি স্মরণীয় গোধূলি কিছু  
আগুন দিয়েছি ।  অনেক চেষ্টার পরে ধোঁয়া শুধু
জেদি ধোঁয়া উঠে ছেয়েছে আকাশ


আগুন জ্বলে না !  ইলিয়েনা,
কেন -
তোমার নদীর জল ভিজিয়ে রেখেছে সব,
জ্বলে চোখ মুখ, অশ্রু উদ্গত অবয়ব দেখে
ভেবেচ কি কাঁদছি এমন


হোক সে কপট , হোক সে মিথ্যা চোখের জল,
এইটুকু বিদায়কথার  আনন্দ হয়ে থাক  
বাকি  সব কথার কথা, ধোঁয়ায় ভেসে যাক


             -----(৩০/৯/২০১৫)