*******************


কর্মের দ্বারা ভাগ্যের সৃষ্টি
ভাগ্য কর্মের ফল,
নাহি দিলে কেহ দৃষ্টি
দেখবে কেমনে বল?
হাড়িতে আগুন না দিলে কেউ
গরম নাহি হবে,
কাজ না করে ভাগ্যের দোষ
দিলে কি আর হবে?


পরীক্ষা না দিয়ে কেহ
পাইতে চায় সে ফল,
তেল না দিয়ে চালাইতে চায়
মেশিনের এক কল।
সূর্য না উঠিলে যেমন
ধরনী অন্ধকার,
কর্ম না করিলেও তেমন
ভাগ্যটা আধার।


সকল কাজে ভাগ্যের দোষ
কাজের নামে নাই,
কাজ না করে ফলের আশা
ভাগ্য হবে দায়ী?
সব কিছু নিয়মেই চলে
ভাগ্যেরও নিয়ম আছে,
ফলের আশা করলে তবে
উঠতে হবে গাছে।


কোন কিছু নয় তো ভাগ্য
সবই কর্মের ফল,
কর্ম না করিলে ভাগ্যের
কি দোষ আছে বল?
কর্ম কর ভাগ্য গড়ো
সবই নিজের হাতে
সৌভাগ্যের প্রতিক কর্ম
চলে একই সাথে।


**************
১৮/১২/১৯
বটতলা, বরিশাল।