দিক হারা ঐ যৌবন আজ
পথ খুঁজে পায় না,
অন্ধকারে দিশা হারায়
ঠিক পথে যায় না!
কেউ ভুলেছে জগৎ সংসার
মাদক নেশায় মগ্ন,
কারও আবার জুয়ার নেশা
ভাঙ্গে সুখের স্বপ্ন।
প্রেম ভাবনায় কাম বাসনা
ব্যভিচারে মত্ত,
সুস্থ প্রেমের ধার ধারেনা
ছলা কলায় রপ্ত।
যৌবন কেন এমন হবে
সত‍্য ন‍্যায় চিনবে না!
যৌবন কেন এমন হবে
মানবতা শিখবে না?
যৌবন চাই শ্রেষ্ঠ নবীর
ওমর আলী খালেদের,
যৌবন চাই ইউসুফ নবীর
নিধন করতে জালেমের।
যৌবন হবে দিগ্বিজয়ী
নেশার ঘোরে থাকবে না,
যৌবন হবে সফল অতি
হতাশাতে বাঁচবে না।