শীত চলে গেলো বলে তুমি কাছে এলে
ঝরা পাতায় মর্মর সুর ধ্বনি তুলে ,
প্রেমের বারতা লয়ে তুমি কাছে এলে
ঝিরিঝিরি  হাওয়ায় দুলে দুলে দুলে।


জেগে উঠে শীতে জীর্ণ নির্জীব প্রকৃতি
রূপ রস বর্ণ গন্ধ  সৌন্দর্য‍্যের ডালি,
কচি সবুজ পাতায় ছেয়েছে ধরিত্রী
কোকিলের কুহু ডাক সুর তোলে অলি ।


শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া ফুল
মানব মনে জাগায় প্রেমের ভাবনা,
রক্তিম আভায় রাঙা প্রকৃতির কোল
মনের গভীরে আঁকে সোহাগী আল্পনা।


তুমি এলে তাই বুঝি প্রকৃতি হেসেছে,
ফুল পাখি প্রজাপতি আনন্দে মেতেছে ।