তুমি কি আমার সেই অনুভব, যার লাগি সদা ব‍্যাকুল হৃদয়!
প্রতিক্ষণে আমি উতলা হই, জাগে হারাবার ভয় ;
চোখে দেখি নাই শুধু অনুভব করি তুমি আছো খুব কাছাকাছি,
আমার অবচেতন মননে জাগাও মায়াময় ভালোবাসাবাসি।
তুমি আছো তাই কবিতার ভাষা খুঁজে পাই,
ধরা দিলে জীবনের ছন্দ খুঁজে পাই।
তুমি হীনা এ জীবন মরুময়, বিরহের সীমা নাই ;
তোমারই কারনে জন্ম আমার মরণেও আছো তাই!
তোমাকে পাওয়ার জন‍্য আমি স্নেহ মায়া ভুলেছি,
তোমাকে পাওয়ার জন‍্য আমি দাম্পত্য‍ কলহে মেতেছি,
তোমাকে পাওয়ার জন‍্য গহীন অরণ‍্য ছেড়ে লোকালয়ে এসেছি,
তুমি আছো বলে আবেগে ভরা এ হৃদয়,
তুমি আছো তাই আমার কথা গুলো কবিতা হয়।