একমুঠো স্বপ্নের হাতেখড়ি, যে স্বপ্ন
তাসের ঘরের মতো ভেঙে যায় না।
ভবিষ্যতের ফ্রেমে বন্দি রাখা
কিছু মানুষের উজ্জ্বল জীবন।
দিন থেকে রাত্রি ধরে, বিশ্রামকে উপেক্ষা করে
অনবরত, অবিরত চলতে থাকে
এক কঠিন শ্রম।
মাঝে মাঝে মনে হয়
রক্তের কণিকাগুলো এবার থামতে চায়।
হৃদ স্পন্দন যেন আর পারছে না
এত দ্রুত গতিতে চলতে।
তবুও স্বপ্ন যেন তাকে তাড়া করিয়ে বেড়ায়।
তাদের ঘর্মাক্ত শরীর
একটু সুগন্ধির স্বাদ পেতে চায়।
সময় যেন বুঝতে পারে নিজের ভুল,
তাই সেও মুক্তি পেতে চায়।
বাস্তবতা বারবার পরাজয় স্বীকার করে নেয়
সেই মানুষগুলোর কাছে যাদের
মাথা উঁচু করে বাঁচতে দেওয়া হয় না,
যাদের কাছে সত্য কখনও ধরা দেয় না।
মিথ্যার মিথ্যে সাগরে যাদের
ডুবে যেতে হয় অনন্তকালের জন্য।
আর, আমি তাদেরই সহযোদ্ধা
সারাজীবন কর্মকে যারা ভালোবাসে
তোমাদের মতো বিত্তশালী ব্যক্তিদের
খাদ্যের জোগান করে দেয়,
নিজে ছেঁড়া পোষাক পরে
তোমার পোষাকের উৎপাদন করে দেয়,
নিজে বারবার মরে
তোমাকে বেঁচে থাকার আশ্বাস জোগায়।
আমি তাদের মতো একজন শ্রমিক।
আমাকে তুমি হয়ত ভুলে যাবে
সময়ের পরিক্রমায়,
কিন্তু সময় কখনও আমায় ভুলবে না,
সেজন্য বারবার ফিরে আসবে পয়লা মে
'আন্তর্জাতিক শ্রমিক দিবস'।