বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার ভালোবাসা
বাংলা আমি বলব তাই, যতই করো কোণ ঠাসা।
তোদের ভাষা মানব না ভাই, গাইব আমার মাটির গান
ওদের রক্তেই বাংলা জাগে, দিয়েছিল ওরা জীবন দান।
গুলির ঘাতে মরল ওরা, রফিক, জব্বার, শফিউর, সালাম
করজোড়ে জানাই ঐ ওদের(শহীদ'দের), আমার শতকোটি প্রণাম।
ইতিহাসের কাছে শুনে দেখো, কি আছে ফেব্রুয়ারির একুশে
আন্দোলন, গুলিবর্ষণ, শহীদ আছে স্মৃতি বিজড়িত বাংলাদেশে।
আজ তুমি যতই হ্যাট কোট পরো, ইংরেজি বলো অনর্গল,
শোনো, সম্মানের সাথে বাঁচতে গেলে এই মাতৃভাষাই সম্বল।
ওদেরকে যেন ভুলে যেও না কখনও, মনে রেখো সবসময়
ওরা সেদিন ছিল বলেই, মনের ভাব প্রকাশে নেই সংশয়।



তাং - ১৪ ই জানুয়ারি, ২০২৩


সমাপ্ত