যারা চুপচাপ ভালোবেসে যায়, রং লাগাই গোলকধাঁধায়
তাদের হাতের তালুতে একবার চুমু খেয়ে দেখো,
সাগরের টেউ আর পড়বে না আছড়ে বালির চড়ে
বরং নোনা জলে ভিজে, তাকে জড়িয়ে ধরে রেখো।
তার ঠোঁটের কোণার নোনতা জল একটু ছুঁয়ে দেখো
শুনতে পাবে, একটা কথা রাখার কঠিন প্রতিশ্রুতি,
তোমার খুঁমচে ধরা নখের ফাঁকের এক টুকরো মাংসে
বিষাদ আর বিষন্নতায় মাখামাখি হবে, প্রেমের পরিণতি।
আকাশের সবুজ ছুঁয়ে আজ হৃদয়ের রং রক্তিম লাল
তবুও তারা ভালোবেসে যায়, চোখের নিষ্পলক দৃষ্টি,
ওরা বারবার মেনে নিতে চায় এ ধূসর ভালোবাসা
তবুও ছাই উড়ে যায়, শেষ হয় জীবনের আদি অন্ত্যোষ্টি।


২৫ শে সেপ্টেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর