ওরা চলে যাবে বলেই তো আসে, যদি ওরা থেকে যেত
যদি সময়ের খরস্রোতে ওরা খুঁজে পেত একটু আশ্রয়,
তাহলে বনের ছায়ার ওরা শুষে নিত মৃত গাছেদের রক্ত
তাহলে সত্যি কি ওরা পেত, জীবনের সামনে মৃত্যুর ভয়।
ওরা প্রতিবাদের গল্প শোনাই চাঁদের মৃদু আলোয় বসে
ওরা আগামীর হাতে অস্ত্রসস্ত্র তুলে দিয়ে লড়তে শেখায়
ওরা শিখিয়ে দেয় বুলেটের গুলির গভীর ক্ষতের যন্ত্রণা
আবার কখনও জীবনকে মুড়ে দেয় গোলাপের কাঁটায়।
ওরা যদি সুযোগ পেত তোমাকেও বুঝিয়ে দিত সংগ্রাম
খসে যাওয়া তারার মতো ওরাও আজ সব হারিয়ে পথে,
তাই, সময় পায় না ঝরণার জলে ওরা বিলাসিতা খোঁজার
শুধু ভীষণ আগুনের পাশে বসে, জলন্ত আগুনের সাথে।
ওদের চোখের গভীর দৃষ্টি আবার জন্ম দেয় পরিবর্তনের
দু- মুঠো রোদে ওরা স্বপ্ন আঁকে ঘুমে নিমগ্ন মানুষের মনে
ওরা আজ নিঃস্ব, ওদের আর পিছুটান নেই কারোর জন্য
একটু আগুন ধরিয়ে ওরাও মরে যায় এই পৃথিবীর কোণে।


১ লা জানুয়ারি, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর