হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম
একটা অজানা ব্রিজের উপর......
যার নীচ দিয়ে নদী নিজেস্ব গতিতে বয়ে যাচ্ছে।
না এটা কোনো সুখ স্থাপনের ব্রিজ নয়,
বরং এটা যুক্ত করেছে দুঃখের সাথে যন্ত্রনা,
নতুবা একটি কঠিন প্রশ্নের সাথে তার জটিল উত্তর
তবুও যেন একলা পথে হেঁটে যাচ্ছি একাই
সঙ্গে রয়েছে কিছু দুর্বোধ্য প্রশ্ন
যার উত্তর খোঁজার জন্য হাতড়ে বেড়াচ্ছি
জীবনমরনের ছোট্ট কুঁড়েঘরে
এক প্রবল আসক্তময় দিন থেকে রাত্রি ধরে।
দম বন্ধ হয়ে যাচ্ছে... ....
না অক্সিজেনের অভাবে নয়,
একাকিত্বের সাথে লড়াই করতে করতে
আজ বড্ড  বেশি হাসফাস্ করছি।
আর ভাবছি ' একাকিত্ব ' আর 'বেকারত্ব '
পরষ্পরের সাথে কেমন সম্পর্কে আছে?
এদিকে বেকারত্বের আঁচে পুড়ে,শরীরে পড়েছে
এক সর্বনাশি কালশিটে দাগ।
এ দাগ,জানি না,কবে উঠবে।
এও জানি না তুমি আমাকে কবে বুঝবে?


কিন্তু এসব ভাবতে ভাবতে হঠাৎই যখন
ব্রিজের উপর থেকে নীচে তাকালাম,
দেখি, নদীর স্বচ্ছ জলে আমার প্রতিবিম্বে আমি।
আমার মুখে চিন্তার লেশমাত্র দেখা যাচ্ছে না,
তাহলে তুমি বুঝবে কীভাবে বন্ধু
' আমি কেমন আছি '