অনুকবিতা - স্মৃতি স্মরণে


১)    সমাধিতে তুমি


আগরবাতি ধূপের সুগন্ধির মায়ায়
অসম্পূর্ণ স্বপ্ন ভেসে বেড়াচ্ছে চারপাশে,
সন্ধ্যার বিশাল কালো ধোঁয়া যেন
নেমে এসেছে পৃথিবীর বুকে,
স্মৃতির প্রতিটি ছেঁড়া পাতায়
ভেসে উঠছে তোমার সেই মুখ
যাকে সারাজীবন আগলে রাখতে চেয়েও
হয়ত নাগাল পায়নি তার পরিসীমাকে।
তাই আমার সাথে লুকোচুরি খেলতে গিয়ে
পালিয়েছে ভালোবাসা, এই সমাধিতে।


২)    টেলিফোনে কে   ?


মুহুর্তেরা আজও অপেক্ষায় আছে
অবিচ্ছিন্ন এক জ্যোৎস্নাভরা রাতের,
তারা বারবার ফিরে পেতে চাইছে
একটা চেনা কন্ঠস্বর, চেনা রাত্রি
চেনা চাঁদের অচেনা একরত্তি আলো,
হঠাৎই সেই মধ্যরাতে বেজে উঠল
বহুদিন পরের সেই চেনা রিংটোন
"হ্যালো, কে? টেলিফোনে কে আছেন?"