একটা বছর তো হয়ে গেল।
তুমি কি এখনও আগের মতোই আছো  ??
সেই একটু রাগি, একটু ভালোবাসা প্রিয়
আর অনেকখানি অভিমানি।
জানো, আমি কিন্তু আর আগের মতো নেই।
এই একটা বছরে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করেছি।
আমিও সেই আগের মতো আর অল্পতে রেগে যাই না।
কখনও যদি রেগে যাই তখনই হারানোর কথা মনে আসে।
তাই আমি আর অল্পতে একদম রেগে যাই না।
জানো, আমি সেই আগের মতো আর অভিমানি নেই।
কেউ কিছু বললে চুপ করে থাকি কিন্তু অভিমান করি না।
পাছে আবার যদি কোনো মূল্যবান কিছু হারাতে হয়।
জানো প্রিয়, আমি আগের মতো আর অতটা হাসি না।
পাছে আমার যদি কেউ সর্বোচ্চ সুখকর ভেবে বসে।
আমি আর আগের মতো আর অল্পতে কাঁদি না।
চোখের জল সব যে চাতক পান করে ফেলেছে।
কষ্ট হলে তোমার কথা ভোলার মিথ্যা অভিনয় করি।
ভয় লাগে সবসময়, যদি আবার কিছু হারাতে হয়।
ভয় লাগে, কারণ হারানোর যন্ত্রনা আমি জানি  ।।
আগে এই ভয় গুলো আমাকে ছুঁতে পারত না ......... ।
তবে যাই হোক, সেই স্মৃতিগুলো আমায় ভালোবেসে ফেলেছে।
সেই স্মৃতির ভেলার চড়ে আমার রামধনু থেকে রং ছিনিয়ে নিয়ে আসি।
হারানো স্বপ্ন রঙিন করার সেই পুরানো বদ অভ্যাসটা আজও যাইনি।
আচ্ছা প্রিয়, আজও তুমি সেই মাঝরাতে অনলাইন আসো  ??
আজও অপেক্ষা করো একটা নোটিফিকেশনের  ??
হয়ত করো নতুবা নয়।
আমি কিন্তু আজও অপেক্ষা করি একটা নোটিফিকেশনের।
আমি আজও চাই, একটা নোটিফিকেশন আসুক
আর সবকিছু বদলে দিক, অপেক্ষাদের অবসর হোক।
ওরাও যে আজ ক্লান্ত হয়ে পড়েছে  ।
তাই ভয় লাগে ওরাও না হাল ছেড়ে দেই।
আজ অপেক্ষা'দের বয়স একটা বছর পূর্ণ হলো।
ওরাও আর ভালো নেই নিঃশব্দ রাতে ........... ।