বাবা'কে নিয়ে


অনেকে অনেক রকম ডাক ছাড়ি
কেউ ডাকে বাবা, কেউ বা ডাকে ড্যাডি,
অনেকে আবার আদর করে
ডাকে তাকে বাপি।
আমার এই দিগন্ত বিস্তৃত শূন্য মনে
প্রথম ভালোবাসা যিনি করেন বপন,
তিনিই বোঝেন ভালোবাসার প্রকৃত অর্থ
তবুও স্বযত্নে নিজ কাছে রাখেন গোপন।
ভারী অদ্ভুত চরিত্র এটা
কখনও ধরে দিয়েও দেয় না ধরা
ভালোবাসাকে আড়াল করে বোঝায় সে
সে যেন বড্ড বেশি কড়া।
আমার সমস্ত অন্যায় যিনি
অত্যন্ত চুপচাপ করে নেন ক্ষমা,
তবু তার সামনে কথা বলতে গেলে
পড়ে যায় বারবার অনিচ্ছাকৃত কমা।
আমার অনন্ত চলার পথের পথ প্রদর্শক
থাকবে আমার ভবিষ্যতের স্বপ্নদর্শী হয়ে
আশার আলো অক্ষুন্ন রেখে প্রদীপ যাবে নিভে
বাবা আমার কাছেই থাকবে আসল হিরো হয়ে।


নীরব আলো পত্রিকায় প্রকাশিত