অন্ধকারে তুমিও ছিনতাই হতে পারো এ জঙ্গলে
তোমার বুক পকেট থেকে গড়িয়ে পড়বে রক্ত,
মাথায় হঠাৎ কিসের আঘাতে বিঘ্নিত হবে জাড্য
ছায়াহীন তুমিও কাবু, মেরুদণ্ড যতই হোক না শক্ত।
এবার একটু ভুলে যাও কি ছিল তোমার দায়ভার
তোমার জন্য কেউ লিখবে না একটি মাত্র কবিতা,
মানুষের জন্যই যদি ভাবো তোমার বাঁচার কারণ
তাহলে বেজন্মা হও বা হয়ে যাও দূর্নীতিগ্রস্থ নেতা।
তুমি কাদের জন্য মরতে চাও এ বেড়াজাল ভেঙে  ?
যারা তোমাকে ছুরি মেরেছে অমাবস্যার অন্ধকারে .....
হয় পৃথিবীকে গোলাম করো, না হয় ওর গোলাম হও
গোধূলি রঙে সাজুক মাটি, রক্ত লাগুক ওদের চেয়ারে।
তবে দেরি কেন, বুকের রক্ত মুছে এবার রুখে দাঁড়াও
অস্ত্র ধরো, অস্ত্র তোলো, রক্তে রঙিন করো তোমার ছুরি,
আজ প্রতিবাদ না করলে কালকেও কিন্তু হবে ছিনতাই
এমনকি অন্ধকারে তোমার ছায়াও তোমার থেকে হবে চুরি।


৩১ শে মার্চ, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর