ভালোবাসা আজ সময় চাইছে, একটু দূরত্ব দেবে কি  !
সংগ্রাম যেন প্রতিটি রক্ত ফোঁটায়, একটু বাঁচতে চাই
আমাকে আছড়ে ফেলেছে কোনো পথের মাঝে
হাতে মোটা মোটা অক্ষরে কি সব লিখেছে ওরা
হাত উঁচুতে তুলে রাখতে হয়, যেন আকাশ ছুঁতে চাই
মুখে জোরে জোরে বলতে হচ্ছে, বাঁচতে চাই, শুধু বাঁচতে..
কড়া রোদ্দুরে, এতটাই জোরে বলতে হচ্ছে যেন মনে হচ্ছে
শব্দ দূষণ মাত্রা ছাড়া, গলা শুকিয়ে কাঠ নাকি মিথ্যা মহড়া !
একটা ভালোবাসা ছিল গোপনে, গোলাপ শুকিয়ে গেছে
ইচ্ছে ছাড়া, কি ছিল আমার যে ভালোবাসা টিকে যাবে !
আমি তো সেই দুপুরেই মারা গিয়েছি, নিরাবতা খুন করেছে।
বাবা ঔষধ না খেয়েও তো দিব্যি সুস্থ আছে, ধূপ দি এখন
মা বিছানায় শুয়ে, গুনছে শেষ প্রহর, ঔষধ লাগে না
ভাগ্যিস্ দিদিটা পালিয়ে বিয়ে করেছিল, না হলে টাকা কোথায়  !
আমার এখন আর চাকরি দরকার নেই, আমিও তো বেঁচে নেই।
নিশ্বাস নি, পথে থাকি, স্লোগান বলি, "বাঁচতে চাই"
কেউ শোনে না, কেউ দেখে না, কাগজের লোক ছাড়া
ওরা টাকার জন্য দু'চার লাইন লেখে, মানুষ পড়ে,উলটে পালটে দেখে
বলে, "ওরা চাকরি পাওয়ার যোগ্য, SSC জন্য লড়াই করছে"
আমার বিরক্তি লাগে, কাদের জন্য এত প্রতিবাদ  ?
আমি প্রতিবাদ করতে জানি না, প্রতিবাদ করতে পারি না।
সবাইকে হারিয়ে কি কখনও নিজের জন্যও বেঁচে থাকা যাই  !
আমি তো বাঁচতে চেয়েছিলাম, নিশ্বাস নিতে চেয়েছিলাম সুস্থভাবে
আমি আজ নির্জন, আমি একাকিত্ব, আমিই মৃত্যু, পাইনি অমরত্ব।


কলমে - শুভজিৎ বিশ্বাস


আপনজন পত্রিকা, ৪ টা ডিসেম্বর, ২০২২ এ প্রকাশিত