বাংলাদেশের হৃদয়ের একটাই মণি
রক্তের অক্ষরে লেখা আছে তার নাম
দু'বাংলার অন্তরের অন্তঃস্থলের নীলিমায়।
টাঙ্গাইল সাক্ষি রেখেছে মুজিবের সূচনা
কীভাবে মনের জোরে হওয়া যায় বিজেতা।
অবমাননা যার কাছে একটা অনুশোচনা।
ছাত্রজীবনের মূল অর্থ একটা সৎ সাহস
বুঝিয়ে দিয়েছো বঙ্গবন্ধু, তুমি প্রতিবার।
জীবনের প্রতিটি সংগ্রামে দেখিয়ে দিয়েছো
জীবন শুধুমাত্র জীবনের জন্য, দেশের জন্য,
রক্তাক্ত ও বঞ্চিত দেশমাতৃকার জন্য।
হাজারো ভালোবাসা দিয়ে বন্দী করেছি তোমাকে
তবুও পেরেছি কৈ, পারলাম না তো
মৃত্যুর ম্যাগমা যে ছাড়খার করেছে তোমাকে।
আর সেই রক্ত দিয়েই কি মা সিঁদুর পরেছেন?
দেশের মানুষের চোখের জলে আমরা কি পেরেছি
মায়ের চরণ ধূয়ে দিতে??
একাত্তরের মুক্তিযুদ্ধে কি মা মুক্তি পেয়েছেন?
হয়ত পাননি শুধু মুক্তি পেয়েছে তোমার পরিবার,
দেশের থেকে মুক্তি, জীবনের থেকে মুক্তি।।
সেজন্য আজও প্রত্যেক  পরিবার
একটা করে মুজিবর রহমান চাই।
যে মুজিবর জাতির পিতা হবে, বঙ্গবন্ধু হবে,
সাহসী, উদ্যামী আর দামাল ছেলে হবে।
কারণ বাঙলার প্রত্যেক বাঙালি আজও মানে
মুক্তিযুদ্ধের জন্য মুজিবুর রহমানকেই প্রয়োজন।