তুমি নাকি আমার শহরে আবার এসেছো ফিরে
এই ধমনীর ভিতরে রক্ত চলাচল দিয়েছো বাড়িয়ে
সেই পুরানো রাস্তার ধুলোগুলো ছাই হয়ে উড়ে যাই
স্পর্শকাতর ছোঁয়ায় তোমাকে চায়নি কখনও হারাতে।
আবার কি যন্ত্রণার মর্মান্তিক অনুভূতি আমায় চাও দিতে
আবার কি হতে হবে পরাজিত গল্পের ক্ষুদার্ত প্রজাপতি  ?
জানি, তুমি আবারও জিতবে, তোমার আবির মাখা শরীর
হয়ত আমাকে ফেলবে মায়ায়, হব আমি জ্বলন্ত মোমবাতি।
তুমি নাকি আমার জীবনে আবার আসতে চাইছো ফিরে
এই বিষন্ন সভ্যতার কাছে আমি গত ভালোবাসার ঋণী,
মিথ্যে একক ভালোবাসায় আমাকে তোমার করো না আর
আমার তো মৃত্যু হয়েছে তোমার স্বপ্ন বিলাসের দিনই।
ডাহুকের মৃত্যুতে কি বা যায় আসে ডাহুকীর, নিঃস্বার্থ প্রেম
সে তো আমৃত্যু তাকে চেয়েছিল, ভালোবেসে থাকবে বলে,
আমার পিছুটান যেমন সবসময় তোমার নামে লিখে রেখেছি
তবুও তুমি এসো না ফিরে আর, থাকুক অপেক্ষা অন্তরালে।


২৬ শে অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর