দেখো একদিন পথে পথে মিছিল হবে, এক রক্ত মিছিল
বিপ্লবের রক্ত মাখা পথে কয়েকটি ছিন্নভিন্ন রক্তাক্ত শরীর
আকাশ বাতাস ছেয়ে যাবে এক বিভৎস মানুষ পোড়া গন্ধে
তোলপাড় হয়ে যাবে সব অসভ্যতা এই নগ্ন আদিম পৃথিবীর।
তুমি কুয়াশাঘুমে যতই আমাকে বুলেটের আঘাতে হত্যা করো
আমি আবার উঠে দাঁড়াবো ন্যায়ের রক্তমাখা পতাকা হাতে,
কবরের মাটি বা শ্মশানের ছাই থেকে আবার জন্ম নেবে বিপ্লব
স্বাধীনতা ছিনিয়ে দেবই এই ভাগ্যহীন শোষিত জাতির ললাটে।
আজ যারা ঘর ছেড়ে পথে পথে নায্য অধিকারের জন্য লড়ছে
ওরা এবার ঘরে ফিরবেই তোমাদের পিষিয়ে জয়ের মুকুট পড়ে,
আমরা হজম করতে পারি বুলেটের গুলি, বারবার মরব না আর
বেঁচে উঠবে সব মৃত আশা,আকাঙ্ক্ষা ওদের ক্লান্ত স্বপ্নের নিবিড়ে।
একদিন সব লড়াই থেমে যাবে বিপ্লবের রক্তমাখা পথে জমবে ধূলো
আমাদের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে গড়া দিনগুলো হবে চির অমর,
এই মলিন সমাজের সবাই স্বাধীনতার তিনটি রঙে হবে রঙিন তবুও
সেদিন তোমরা একটু যত্নে তুলে রেখো আমার গুলিবিদ্ধ ভাঙা পাঁজর।


২৬ শে ডিসেম্বর, ২০২৩
চিতুড়ী,স্বরূপনগর