ওরাও তো দিব্যি বেঁচে আছে, ভালোবাসা হেরে গিয়েও
আঙুলের ফাঁকে সিগারেট ওদের ঠোঁট পারে না পোড়াতে
বেখেয়ালী মনে একক নক্ষত্রের সাথে গোপনে কথা বলে
রাত্রি তাদের আবার ফাঁকি দেয়, জ্যোৎস্না কুড়াতে কুড়াতে।
ওদের ফোনের নোটিফিকেশন সবসময় মিউট করা থাকে
রাতের নির্জন অন্ধকার দিয়ে তারা লিখে চলেছে কবিতা
শিকড়ের খোঁজে তারা মূলরোম স্পর্শ করে মাটির গভীরে
শহরের চিৎকার ঘুমিয়ে পড়লে তারা ভালোবাসে নিরাবতা।
ডাইরির পাতায় তাদের স্মৃতিগুলো ভাঁজ থাকে আড়াআড়ি
কালশিটে দাগ তাদের হৃদয়কে করে তোলে আরও দগদগে,
ছিঁড়ে ফেলে আলগোছে লেখা প্রেয়সীর নাম পুরানো মলাটে
তবুও জানে না কেন, তাকে সর্বদা রাখে আদরে সোহাগে।
আরও অন্ধকার হোক তাদের জীবন, হ্যারিকেনের চিমনি,
ভিতরটা হোক আরও উজ্জ্বল, আলো নিভে না যেন সহসা,
ভালোবাসা কোনো খেলা নয় যে একজন পরাজিত হবে
শুধু চেয়ো সারাটা জীবন, ভালো থাকুক তোমার ভালোবাসা।


১৪ ই অক্টোবর, ২০২৩
মহালয়ার দিন
চিতুড়ী, স্বরূপনগর