অনু কবিতা - ভোরের আলো


১)              ভোর
                
বাতাসের গা বেয়ে আবারও নামবে ভোর
সারা রাত্রি ধরে জেগে থাকা শুকতারাকে
বিদায় দেবে আমার সেই নিশিদ্ধ আধাঁর।
ঘুম থেকে উঠলেই চুপি চুপি ডাক দেয়
সারা রাত ধরে শিশির ভেজা সবুজ ঘাস।
শান্ত, নিরাবতা ছুটে বেড়ায় ব্যস্ত কোলাহলে।
দিনের মঞ্চ আলোকিত হয় পাখির কলরবে
আমার ঘুমন্ত শহরে ভোর নামে তারই ডাকে।


২)            আলো
              
গ্রামের বাঁকা পথ বেয়ে আসে শহরের আলো
সূর্যের নিকৃষ্ট আলো বন্দী সোলার প্যানেলে,
আলোয় আলোয় ভরে উঠছে গ্রামের ঐ গলি
আবছা আলোয় অধরা থাকে মনুষ্যত্বের ছবি।
চাঁদের বর্ণ ঢাকা পড়ে কৃত্রিম আলোর সাজে
দর্পিত সূর্য আড়ি দেয় লুকিয়ে মেঘের আড়ালে,
আলোর অভাবেই হিংসেরা পুনর্জন্ম লাভ করে
আলোকিত ভুবনে জীবনের আলো হয়েছে নিভু।