অনুকবিতা - বিবিধ


১)           ভাবনা
            
ভাবনার গলি পথ পেরিয়ে আমি
রাজপথে এসে পরেছি আজ,
যেতে হবে দূরের ঐ রাজপ্রাসাদে
যেখানে আমার ভাবনারা বাস করে।
পথে যেতে যেতে দেখা হচ্ছে
অজস্র  ভাবনার পথিকের সাথে,
যাদের ভাবনা শুধুই ভাবনায় রয়েছে
পারেনি তারা সফলতার পথিক হতে।
        
২)         বৃষ্টির রং
        
আমি বৃষ্টির সাথে কানামাছি খেলি
কোনো পথে প্রান্তরে বা গাছের নীচেতে
ছাতার অজস্র ছিদ্র ভেজায় আমাকে অল্পই
কষ্টগুলো ধুয়ে যাই বৃষ্টির ফোঁটাতে।
প্রচন্ড বৃষ্টির ফোঁটাও আজ সবাই মাখত
বৃষ্টির ফোঁটাগুলো যদি হত মোহর
বিনা চিকিৎসায় সর্দি কাশি সেরে যাই,
পেপারর নীচে ঘুমাই আমার শহর।।