এখন শরীর জুড়ে আমার শুধুই দুর্ভিক্ষ
নখগুলো যেন গাঙ শালিকের বুড়ো আঙুল,
কিছু নষ্ট শকুন ছিঁড়ে খাচ্ছে আমার হৃদপিণ্ড
শেষ হচ্ছে শরীর আর কিছু মদের বোতল।
ভোরের স্বপ্নগুলো আজ বেঁধেছে নষ্ট নীড়
খুন হচ্ছে আছে যত ভোর কোকিলের গান,
আকাশ বেয়ে চুয়ে পড়ছে কালো বৃষ্টির ছিটে
জীবনের কাছে আমি যেন পরাজিত অনির্বাণ।
আমার শরীর জুড়ে আজ আর শিহরণ নেই
এটুকু জানি, তুমি আর ফিরবে না কোনোদিন
যে কালো সানগ্লাস ছায়াতেও রোদ ঢেকে দেয়
স্বীকার করে নিও, ভালোবাসার অনুতপ্ত ঋণ।
একটা নগ্ন নৃত্য এই অন্ধকার আকাশ ঘিরে
প্রতিটি নীল চুমুকেই মিলবে ঝোড়ো গাছপালা,
তোমার সিঁথির রক্ত মুছে নাও, পড়ে নাও শ্বেত বস্ত্র,
আজ থেকে আর দুই নয়, চা করো এক পেয়ালা।


৪ ঠা অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর