ভালোবাসার মৃত্যু যন্ত্রনায় যখন দূরত্ব পালাবে
নিজের মানষিকতায় দেখবে আঁচড়ের ক্ষত চিহ্ন
বেদনার বিক্ষুদ্ধ গ্লানি ঝরে পড়বে রক্তের মতো
স্মৃতি আসবে ফিরে হারিয়ে যাওয়া কথার সুরে
ছটফট করতে করতে হারিয়ে যাবে ভবিষ্যতের পথে
চোখের নীচে কালো বোঝাবে জেগেছো সারারাত
চোখে মুখে লেগে থাকবে একটা চরম অশান্তি
তবুও কখনও 'কেন' প্রশ্নের উত্তর খুঁজে পাবে না।


কেন পাঠিয়েছো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে?


অপেক্ষারত আশ্রমবাসি বাঁচে আশায় ভালোবাসায়
আবারও তারা ফিরতে চাই অল্প মিষ্টি ছোঁয়ায়,
হাসি মুখে পূর্ণ করো তাদের অপেক্ষার অবসান
আর ফিরিয়ে আনো তাদেরকে তোমার ছোট্ট বাসায়।