এ সমাজ, এ দেশ, এ বিশ্বের ধ্বংসাত্মক রূপ
আমার চোখের জলের সাথে আপোষ করে না।
আমার চোখের জল আপোষ করে না
জলের অভাবে একটা মৃতপ্রায় গাছের শুকিয়ে যাওয়া দেখে
প্রজাপতি পাচ্ছে না একটা সুগন্ধি ফুলের সন্ধান।
আমার চোখের জল আপোষ করে না
সেই শিশুটির বাস্তবের সাথে লড়াই করতে দেখে
যে শিশুটি মায়ের সাথে রাস্তার ধারে হাত বাড়াচ্ছে।
আমার চোখের জল আপোষ করে না
রাস্তার মৃতপ্রায় কুকুরগুলোকে দেখে
যাদের শরীরের লোমশগুলো খসে গিয়েছে, হয়ত অবহেলায়।
না, আমার চোখের জল আপোষ করে না।
একটা অন্ধ ব্যক্তি রাস্তা পারাপার করতে পারে না।
হাত দুটো বাড়িয়ে দেই অজানায়, কেউ এসে ধরবে।
আমার চোখের কখনও আপোষ করেনি,
অবিরাম ঝরে পড়ে চোখের কোণাকে ভালোবেসে।
বা কখনও এক বয়স্ক ব্যক্তি তিনবেলা খেতে পায় না,
কেউ তার দরজায় খাবার রেখে আসে চুপিসারে।
আর এইভাবেই
দুঃখগুলো পাহাড় হয়ে ভেঙে ফেলে ভালোবাসার সমতল,
তবুও হাজারো মানুষরূপী ভগবান,এটা রক্ষা করে প্রাণপণে,
যখনই আমার চোখের জল আর্তনাদ করে ওঠে,
ঠিক তখনই সেই ভগবানের দেখা মেলে .....
কখনও নিজের ভেতরেও ......... ।।


সমাপ্ত