সব দোষ বাবারই

বোধ হয়, দোষটা‌ আমার বাবারই
কেন যে তিনি গরীব হয়ে গেলেন!
তাই তো, বিশাল বটের ছায়ায় দাঁড়িয়েও
রোদ লাগলো আমার শরীরে....
যে বয়সে একটা প্রেমিকা প্রয়োজন ছিল
যে বয়সে জামার দুটো বোতাম খোলার দরকার ছিল
যে বয়সে তথাকথিত উচ্চ শিক্ষিত হওয়ার কথা ছিল
সেই বয়সে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজ করছি
এ দোর ও দোর ছুটে বেড়াচ্ছি....যেন
যেন মনে হচ্ছে, মৃত্যুর চৌকাঠে দাঁড়িয়ে আছি।
না, দোষটা আমার বাবারই
উনার আর একটু বড়োলোক হওয়ার দরকার ছিল।