আগুন জ্বালিয়ে রেখো

কিছুটা আগুন সঞ্চয় করে রেখো ভবিষ্যতের জন্য
আরও অনেক অন্যায় হতে বাকি আছে
আরও কত মেয়ে প্রেমিকার বেশে ধর্ষিত হবে
আরও কত শিক্ষক যোগ্যতা থেকেও হারাবে চাকরি
আরও কত ডাক্তারকে হতে হবে বিশ্রামের মাঝেই ধর্ষিতার শিকার
আরও কত ছাত্রকে উলঙ্গ করে ঠেলা দেবে ছাদ থেকে
আরও কত শিশু বিজয়ীর বোমায় হবে বিস্ফোরিত.....

এভাবেই ন্যায়ের আড়ালে অন্যায় হতেই থাকবে
তাই, কিছুটা আগুন জ্বালিয়ে রাখো ভবিষ্যতের জন্য...